বগুড়ার সোনাতলা পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু দীর্ঘ পাঁচ মাস কারাবাসের পর ৮ এপ্রিল শুক্রবার সকালে মেয়রের চেয়ারে বসেছেন। ৭ এপ্রিল জামিনে মুক্ত হয়ে সোনাতলায় আসলে হাজারো জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরদিন শুক্রবার মেয়র নান্নু পৌর কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কাউন্সিলরা ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
এরপর থেকেই পৌরবাসীসহ এলাকার জনসাধারণ তাকে এক নজর দেখতে এসে মেয়রকে জড়িয়ে ধরে কাঁন্নায় ভেঙ্গে পড়ে। এ সময় মেয়র নান্নুও চোখের পানি মুছতে মুছতে তাদেরকে শান্তনা ও ধন্যবাদ জানান। এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে পৌর মেয়র বলেন,অতীতের সকল দ্বিধাদ্ব›দ্ব ভুলে সবাইকে সাথে নিয়ে ও সকলের সহযোগিতা নিয়ে পৌর এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার ঘোষণা দেন।
উল্লেখ্য; ২০২১ সালের ২ নভেম্বর বগুড়ার জেলার সোনাতলা পৌরসভার দ্বিতীয় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর নির্বাচনের পরেরদিন সকাল ১০ টায় পৌর এলাকার মাইক্রোষ্ট্যান্ডে নির্বাচনী সহিংসতার ঘটনায় মেয়রকে প্রধান আসামী করে সোনাতলা থানায় মামলা দায়ের হয়। ৭ নভেম্বর পুলিশ ঢাকা থেকে মেয়র নান্নুকে গ্রেফতার করেন। ১ ডিসেম্বর ২০২১ ইং তারিখে বগুড়ার ডিসি অফিস থেকে ভিডিও কনফান্সে যুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যলয়ের মাধ্যমে তিনি শপথ নেন।
Posted ৮:০৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ এপ্রিল ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD