প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফান্সের মাধ্যমে ১৮ অক্টোবর বগুড়া সোনাতলার বাঙালি নদীর উপর ৪০১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আড়িয়ারঘাট ব্রীজ উদ্বোধন করেছেন। এ উপলক্ষে উপজেলা আ’লীগের উদ্যোগে বিকেলে ব্রীজের পশ্চিম তীরে উন্নয়ন জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া-১আসনের সাংসদ সাহাদারা মান্নান সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। বিশেষ অতিথির বক্তব্য দেন এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক।
উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা আ’লীগের সহসভাপতি শাহিদুল বারি খান রব্বানী, সাবেক জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক নবীন আনোয়ার কমরেড, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, তেকানী চুকাইনগর ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক নরে আলম আলম লিখন, যুবগীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, মৎসজীবি লীগের যুগ্ম আহবায়ক আবু তাহের, সোনাতলা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, খলিলুর রহমান খলিল প্রমুখ। সভায় গোটা উপজেলা থেকে শত শত নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ৭:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD