রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলা সদর ইউনিয়নে ৪’শ অসহায় পরিবারের মাঝে সৈয়দ মোমেনা মোন্তাজ ফাউন্ডেশনে’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠা পরিচালক ওয়ান ফার্মা লিমিটেডের চেয়ারম্যান কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামলের নিজস্ব অর্থায়নে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে রানীরপাড়া স্ট্যান্ডে মহিলা আ’লীগ নেত্রী মোছা.রিক্তা জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.জান্নাতুল ফেরদৌসি রুম্পা, ওয়ান ফার্মা লিমিটেডের সিনিয়র অফিসার মতিউর রহমান প্লাবন, তেকানী চুকাইনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি খন্দকার মোহিদুল ইসলাম।
বগুড়া পৌর শ্রমীকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর আলম পলাশের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ওয়ান ফার্মা লিমিটেডের সিনিয়র অফিসার আদিব হাসান, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন। শেষে সুবিধাভোগীদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে চাল, চিনি, তেল, সেমাই, মসুরডাল ও আলু বিতরণ করা হয়।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD