বগুড়ার সোনাতলায় ১৪ কেজি গাজা ও ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে।
জানা যায়, ২০ জুলাই (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে, এসআই মোঃ নাজিম উদ্দিন, এসআই মোঃ মাহমুদুল হাসান, এএসআই মোঃ এরশাদ আলী-২, এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স বিষেশ অভিযান পরিচালনা করে উপজেলার লক্ষিনারায়নপাড়া গ্রামের মৃত বিজয় চন্দ্র রায় এর ছেলে শ্রী বিশ্বজিৎ রায়(৩০), কোয়ালীকান্দি গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে রবিউল প্রাং (৩৫) কে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে।
অপর এক অভিযানে পুলিশ রংপুর জেলার তাজহাট উপজেলার বগুড়াপাড়ার টিবি হাসপাতালের পূর্ব পাশ এলাকার সাজু মিয়ার ছেলে বিপ্লব মিয়া (৩৫) কে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান মাদকসহ ৪জনকে গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের ২১ জুলাই(শুক্রবার) আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD