বগুড়ার সোনাতলা উপজেলায় ১০০০ অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ অর্থায়নে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এমপি।
আজ ১ মে রবিবার বিকালে সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে শাড়ী ও লুঙ্গিগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, পাকুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, পাকুল্লা ইউনিয়নের সাধারন সম্পাদক মানিক সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ইনছার আলীসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৭:১৪ অপরাহ্ণ | রবিবার, ০১ মে ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD