বগুড়া সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সদর মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট বাজার যাত্রী ছাউনি থেকে হেলেনা বেগম(৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। হেলেনা বেগম সোনাতলা পৌর এলাকার রেলওয়ে স্টেশন সংলগ্ন আগুনিয়াতাইর গ্রামের আলম শাকিদার এর স্ত্রী।
থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে সেকেন্ড অফিসার ইয়ামিন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ২৩ আগস্ট সকাল সাড়ে ৯টায় ১ গ্রাম হেরোইন সহ হেলেনা বেগমকে হাতে-নাতে আটক করে। মাদক আইনে মামলা দিয়ে পুলিশ আটককৃত হেলেনাকে ওই দিনই আদালতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, হেলেনা বেগমের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ আরও জানায় হেলেনা বেগম অভিনব কায়দায় উপজেলার বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করতো। এবার সে তার পরনের ব্লাউজের ব্লকের নিচে গোপন পকেট থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD