বগুড়ার সোনাতলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আয়োজনে ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৯ ফেব্রয়ারী বুধবার সকাল ১১টায় নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি মো.এমদাদ উদ্দিন ৮ দফা উল্লেখ করে বক্তব্য দেন। দাবীগুলো হলো-প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ডাটা বেইজ চুড়ান্ত করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভূক্ত করণ,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ১জন অফিস সহায়কের পদ সৃষ্টি করা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি করা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক ঐক্যজোটের সাধারন সম্পাদক আব্দুল কাদের মন্ডল, সাংগাঠনিক সম্পাদক আব্দুল হালিম, মাওলানা আফজাল হোসেন, তারাজুল ইসলাম, আব্দুল ওয়ারেছসহ উপজেলা বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
Posted ৯:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD