বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের কলসদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠের উপর দিয়ে বালুবাহী ট্রাক্টর যাতায়াত করায় দুর্ঘটনার আতঙ্কে রয়েছে শিক্ষার্থীসহ অভিভাবকরা। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ওই এলাকার বালু ব্যবসায়ী জামিরুল ইসলাম জাম্বু কলসদহ গ্রামের আব্দুল খালেকের পুকুর থেকে অবৈধভাবে ভু-গর্ভস্থ থেকে ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন করে স্কুলমাঠের কর্ণারে রেখে বিক্রি করছে। বিক্রিত বালুভর্তি ট্রাক্টর স্কুল মাঠের উপর দিয়ে সবসময় যাতায়াত করছে। এতে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। স্কুল চলাকালীন উরন্তবালুর চাপে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করতেও বিঘœ ঘটছে।
গত ২৭ মার্চ সোমবার স্কুলের পার্শে রাস্তা দিয়ে যাওয়ার কয়েকজন অভিভাবক সাংবাদিকদেরকে দেখে স্কুল মাঠের ওই চিত্রের কথা তুলে ধরেন। তারা বলেন, স্কুল মাঠের উপর দিয়ে বালুর বোঝাই ট্রাক্টর যাতায়াত করায় ছেলে-মেয়েদের নিয়ে আশংকায় আছি। আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করতে চাই।
এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান, বালু ব্যবসায়ী জাম্বুকে একাধিকবার স্কুল মাঠের উপর দিয়ে বালু বোঝাই ট্রাক্টর যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। এর পরেও সে আমার কথা শোনেনি। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার স্যারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের সভাপতি ও কর্পুর দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফি আলমের সাথে কথা বললে, তিনি ওই বিষয়ে অবগত নন বলে জানান।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা জানান, বিষয়টি তিনি অবগত ছিলেন না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোছা. পপি খাতুন জানান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
Posted ৮:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD