বগুড়ার সোনাতলায় বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগি সংগঠন সেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক এ কে এম শাহনেওয়াজ তালুকদার বাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ফিদা হাসান খান টিটো, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান শিপলু, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোশারফ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি উৎপল কর্মকার, বালুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক লাভলু সরকার, সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম,তেকান চুকাইনগর ইউনিয়নের সাধারন সম্পাদক সুলতান আহম্মেদ শিমুল,জোড়গাছা ইউনিয়নের সাধারন সম্পাদক রাজ প্রমুখ।
উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক প্রভাষক গোলাম মোস্তফা পান্না’র সঞ্চালনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে কেক কর্তন ও দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ১০:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৭ জুলাই ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD