বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান নিজ অর্থায়নে সোনাতলা উপজেলার তিনটি ইউনিয়নের সিএনজি ও অটোভ্যান চালকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন। এ উপলক্ষে ১২ জানুয়ারী বুধবার দুপুরে ভেলুরপাড়া এনায়েত আলী হাইস্কুল মাঠে বিতরণ পূর্ব এক আলোচনা সভায় সাহাদারা মান্নান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জোড়গাছা ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোমেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন, সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক।
আরও বক্তব্য রাখেন দিগদাইড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, জোড়গাছা ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী আনারুল ইসলাম টিপু, জোড়গাছা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাহফুজার রহমান শিপলু প্রমুখ।
এ সময় আ’লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি জোড়গাছা ও দিগদাইড় ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে প্রধান অতিথি মধুপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন। এমপি সাহাদারা মান্নান মোট ০৩টি ইউনিয়নে ১হাজার জনের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করেন।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১২ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD