বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের সমজাতাইড় গ্রামে সার্প ফাউন্ডেশনের উদ্যোগে বৃদ্ধ ও এতিমদের নিরাপদ পুনবাসন কেন্দ্র ‘সার্প শান্তি নিবাস’ এর উদ্বোধন করা হয়েছে। বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি থেকে ৯ অক্টোবর শনিবার বিকাল ৪টায় ফিতা কেটে সার্প শান্তি নিবাসের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সমজাতাইড় গ্রামে সার্প শান্তি নিবাসের জমিদাতা মোঃ আনোয়ার হোসেন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি আলোচনা সভায় বক্তব্য রাখেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর হাসান রতন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এবং স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিইও অর্থনীতিবিদ মুহাম্মদ নাজিম উদ দৌলা ।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান প্রভাষক নাছির উদ্দিন আঞ্জু প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD