বগুড়ার সোনাতলায় সকল প্রগতিশীল সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তীকে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৩ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় বিজয় মিছিল,জাতীয় সঙ্গীত পরিবেশনা,জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, দেশাত্মবোধের শপথ গ্রহণ, ৫০জন শিশুর মাঝে পোশাক বিতরণ, আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি চারা রোপণের মতো ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়।
সোনাতলা উপজেলা পরিষদ রোডস্থ সোনালী ব্যাংকের সামনে থেকে রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে বিজয় মিছিলটি পৌর সদর প্রদক্ষিণ করে সোনাতলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। সেখানে গাওয়া হয় জাতীয় সঙ্গীত, স্যালুট প্রদর্শন করা হয় জাতীয় পতাকাকে, নেয়া হয় দেশাত্মবোধের শপথ,৫০জন শিশুকে প্রদান করা হয় নতুন পোশাক।
আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুলের সঞ্চালনায় আলোচনা পর্বে মহান মুক্তিযুদ্ধ, ৫০বছরে বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা নিয়ে কথা বলেন বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা খেলাঘরের সভাপতি মহসীন আলী তাহা, সোনাতলা থিয়েটার ও সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন এবং যুদ্ধ দলিলের বগুড়া জেলা সমন্বয়কারী রাশেদুজ্জামান রণ। পরে সবুজসাথী উচ্চ বিদ্যালয়ে ৫০টি চারা রোপণের উদ্বোধন করা হয়।
Posted ৭:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD