রবিবার ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী জুলফিকার রহমান শান্ত

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   শনিবার, ০৮ অক্টোবর ২০২২
261 বার পঠিত
সোনাতলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়  করেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য  প্রার্থী জুলফিকার রহমান শান্ত

আসন্ন আগামী ১৭ই অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনাতলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ১২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী (টিউবওয়েল মার্কা), সাবেক পাকুল্লা ইউপি চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.জুলফিকার রহমান শান্ত।

আজ ৮ অক্টোবর(শনিবার) সকালে সোনাতলা প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এ সময় সদস্য প্রার্থী জুলফিকার রহমান শান্ত বলেন, ১২নং ওয়ার্ডের জনপ্রতিনিধিরা যদি আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি তাদেরকে সঙ্গে নিয়ে এই ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, দুস্থ ও অসহায় পুরুষ-মহিলাদের কর্মসংস্থানের জন্য প্রকল্প গ্রহন করে তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। যমুনা ও বাঙালী নদী করাল গ্রাস থেকে সোনাতলা, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলা একাংশ তথা ১২নং ওয়ার্ডকে রক্ষা করতে সময়োপযোগি ব্যবস্থা গ্রহন করবো।

তিনি আরও বলেন, আমি পাকুল্লা ইউপি চেয়ারম্যান থাকাকালে দুই দুইবার এলজিএসপি কাজে বগুড়া জেলার মধ্যে প্রথম হয়েছি। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ এই ১২নং ওয়ার্ড কে আমার কর্মদক্ষতা দিয়ে সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি অতীতেও সোনাতলা উপজেলার গরীব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করেছি, আগামীতে আরও বেশি বেশি সহযোগিতা করার ঘোষণা দেন। পরিশেষে তিনি বলেন, ১২নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন করার স্থাঢ়র্থেই প্রার্থী হয়েছি। এ জন্য তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা ও দোয়া আর্শিবাদ কামনা করেন।


প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সোনাতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমরান হোসাইন লিখন, সারিয়াকান্দির চালুয়াবাড়ি’র ইউপি সদস্য আব্দুল হাই, সোনাতলার মধুপুরের ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক, ১২নং ওয়ার্ড এলাকার প্রায় অর্ধশতাধিক জনপ্রতিনিধি ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।


Facebook Comments Box

Posted ৮:১৬ অপরাহ্ণ | শনিবার, ০৮ অক্টোবর ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!