বগুড়ার সোনাতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এর নামানুসারে আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৭ই জানুয়ারি দুপুর ১২টায় সোনাতলা শেখ রাসের মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সোনাতলা প্রেসক্লাবের সভাপতি, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল সঞ্চালিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল জলিল মোল্লা,ক্রীড়া সংস্থার সদস্য মাহমুদুর রশীদ সোহেল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শিক্ষার্থী ও দর্শকরা।
উল্লেখ্য যে, ইতিহাসে সবচেয়ে বড় এই অ্যাথলেটিকস প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা শ্রেনী ভিত্তিক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিবে। ষষ্ঠ থেকে অস্টম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা ‘খ’ গ্রুপের হয়ে অংশ নিবে এই প্রতিযোগিতায়।
‘ক’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা ১০০ ও ২০০মিটার দৌঁড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নিবে। ‘খ’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা প্রতিদ্বন্দ্বিতা করবে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ , শট পুট, ডিসকাস থ্রো এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে।
Posted ৮:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD