সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বগুড়া কৃষিবিদ, অফিসার্স ক্লাব ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের শীতবস্ত বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নে সুজাইতপুর গ্রামে রেললাইন সংলগ্ন ফাঁকা মাঠে দুঃস্থ ও হতদরিদ্রদের শীতার্থদের মাঝে ১৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
বগুড়া চেলোপাড়া সরেজমিন গবেনা বিভাগ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল আলম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ পৃর্ব আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদরাসার ভাইস প্রিন্সিপাল শাহ জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ ডাঃ বিপ্লব চন্দ্র অধিকারী, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রামবাসি আলম সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল খাজা মুন্সি প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কৃষিবিদ ছামসুল কিবরিয়া, ফজলুল করিম রাঙ্গা, নিয়ামত উল্লাসহ এলাকার অনেকে।
Posted ৬:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD