আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ট্যাবলেট বিতরণ হয়েছে। আজ ২৬ মার্চ রবিবার উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হল রুমে প্রধানমন্ত্রীর উপহার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ট্যাবলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তারের সভাপতিত্বে বিতরণ পুর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
সামাজিক সংগঠন আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল ইসলাম ও সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, উপজেলা পরিসংখ্যান অফিসার সাফিউল ইসলাম, উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা, হরিখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD