বগুড়া জেলা পরিষদ নির্বাচন সোনাতলা সরকারী মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন ও গননা সম্পন্ন হয়েছে। আজ ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত বিরতীহিনভাবে ভোট গ্রহন চলে। সোনাতলা উপজেলার ১টি পৌরসভা ৭টি ইউনিয়ন যথাক্রমে সোনাতলা সদর, বালুয়া, দিগদাইড়, জোড়গাছা, মধুপুর, তেকানী চুকাইনগর, পাকুল্লা, সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, গাবতলীর কাগইল ও দক্ষিণপাড়া ইউনিয়নের মোট ভোটার ১৪৫জন। এর মধ্যে ১৪৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২জন ভোটার অনুপস্থিত ছিলেন।
এ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদা পারভিন,বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গাজী মূয়ীদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, তদন্ত অফিসার কামাল হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার ভিডিপি’র সদস্যদের কড়া নিরাপত্তায় থাকায় কোন বিশৃঙ্খলা ঘটেনি।
কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান অফিসার সাফিউল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম ও হরিখালি খাদ্য গুদাম অফিসার মোস্তফা কামাল।
আজ দুপুর ২টার পর গননা শেষে ঘোষিত ফলাফলে জানা যায়, চেয়ারম্যান পদে আ’লীগ মনোনিত প্রার্থী ডা. মকবুল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৫৬ ভোট, স্বতন্দ্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন ৮৭ ভোট। ১ভোট বাতিল।
সাধারন সদস্য পদে জুলফিকার রহমান শান্ত ৬১ ভোট, আবুল হাসান মো.আশরাফুদৌলা রুবেল ৭৭ ভোট ও আব্দুল মালেক পেয়েছেন ৪ ভোট। ২ ভোট বাতিল। এ পদে আবুল হাসান মো. আশরাফুদৌলা রুবেলকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়। সংরক্ষিত মহিলা সদস্য পদে দিলরুবা আমিনা আকতার বানু সুইটি(হরিণ) ১৫, আছমা বেগম(মাইক) ৩০ ভোট, রহিমা আকতার রিপা(টেবিল ঘড়ি) শূন্য, রুনুফা খাতুন(বই) ১৮,লাবনী খাতুন(ফুটবল) ৪৯ ভোট ও মোছা.শামছুন নাহার(দোয়াত কলম) পেয়েছেন ৩২ ভোট।
Posted ১১:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৭ অক্টোবর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD