সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সাইফুলের স্বপ্ন পুরে ছাই প্রায় ৯লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। ঘটনাটি ঘটেছে ২ অক্টোবর রবিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার মধুপুর ইউনিয়নের কালাইহাটা গ্রামে।
ক্ষতিগ্রস্থ সাইফুল ইসলাম আলোকিত বগুড়া’কে জানান, রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমে যাই হঠাৎ রাত তিনটার সময় গোয়াল ঘরের চালে বিদ্যুৎ চমকানোর মত দেখতে পেলাম তারপর পুরা ঘরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। আমি আগুন আগুন বলে চিৎকার করলে আসেপাশের লোকজন এগিয়ে আসে। তবে কারেন্টের আগুন দেখে সবাই নিভাতে সাহস পায়না তবে ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে অনেকে। ফায়ার সার্ভিস এসে শেষ পর্যায়ে আগুন নিভায় এতক্ষনে ঘরের সব পুরে ছাই হয়েছে। তিনি আরও জানান, আমি খেটে খাওয়া মানুষ এ ক্ষতি পুসে উঠা আমার পক্ষে সম্ভব নয়। সাইফুলের মা আবেগে কান্না সুরে এসে বলছে, এমনি ছেলের অসচ্ছল তার উপর আবার সব পুরে ছাই; বাবার উঠে দাড়ানোর মতো কিছু থাকলো না। স্কুল পড়ুয়া মেয়ে স্নেকদা বলে আমার স্কুল কোচিং এ লেখাপড়ার সমস্ত নোট খাতাসহ বই পুড়ে ছাই হয়েছে। আমার লেখা পড়ার কিছুটা বিঘ্ন ঘটবে। এ ঘটনায় সাইফুল ইসলামের পরিবার পথে বসে কান্নায় ভেঙ্গে পড়েছে কিভাবে সংসার নতুন করে সাজাবে। এ যে মরার উপর খরার ঘা এমনিতে সংসার চলে না।
এ বিষয়ে সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রউফ আলোকিত বগুড়া’কে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত ঘটেছে ধারনা করা হচ্ছে।
Posted ১০:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD