সোনাতলা উপজেলার হাটকরমজা এলাকার মৃত নছির উদ্দিন প্রামানিকের প্রায় ৩০ বছর আগের কবলাকৃত ১৬ শতাংশ জমিতে রোপন করা হাইব্রিট জাতের মিষ্টি কুমড়া চাষের জমি রাতের আধাঁরে কে বা কাহারা ৪০০-৫০০টি কুমড়া কেটে গাছের আগাডগা ছিড়ে ক্ষতবিক্ষত করে রেখে যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক আফজাল ও তার লোকজন জানান, প্রায় ৩মাস আগে পূর্ব করমজা এলাকার মৃত মকবুল মুন্সির ছেলে দুলু অন্যায় ভাবে এই জমির ৭শতাংশ অংশ দাবী করে এবং জমিতে কোনো ফসল না করতে নিষেধ করে। তাদের ধারনা দুলুই এই জমির ফসল নষ্ট করেছে। এব্যাপারে সোনাতলা থানায় ভুক্তভোগী আফজাল হোসেন সাধারন ডায়েরী করেছেন।
Posted ১০:১৩ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud