বগুড়ার সোনাতলায় দিগদাইড় ইঊনিয়নের চারালকান্দি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের দুইজন গুরুতর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন- ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আনারুল ইসলাম ছুন্নু মন্ডল(৪৫) ও মৃত খাতেরুজ্জামানের ছেলে মাহফুজার রহমান মুকুল(৬৫)। এ ঘটনায় ছুন্নু’র ছোটভাই নজরুল ইসলাম মুন্নু প্রতিপক্ষের সম্পদ মন্ডল(১৯), হৃদয়(১৯) ও আব্দুল কাদের (১৯) এদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ১২ মে শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে ঘটেছে।
সরেজমিনে জানা যায়, ছাগলের বাচ্চার পা ভাঙাকে কেন্দ্র করে চারালকান্দি গ্রামে আনারুল ইসলাম ছুন্নু’র পরিবার ও মাহফুজার রহমান মুকুল এর পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ শত্রুতার জেরে ১২ মে সন্ধায় ছুন্নু ভ্যানে করে ধান আনার সময় গ্রামের প্রামানিকদের কবরস্থানের পাশে হিয়ারিং রাস্তার কালভাটের নিকট পৌঁছামাত্র সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা সম্পদ মন্ডল, হৃদয় ও কাদের ছুন্নুকে এলোপাথাড়ি মারপিট করে দ্রুত পালিয়ে যায়।ছুন্নুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়। এর কিছুক্ষণ পরেই সম্পদের বাবা মুকুলকে একই রাস্তার উপর ছুন্নু’র ভাই আমিনুল ইসলাম মুন্নু ও তার ছেলে আতিক বেদম মারপিট করে। তাকেও গ্রামবাসি উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সেখানে বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন গ্রামবাসি।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান আলোকিত বগুড়া’কে জানান, এ ঘটনায় একপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ১:২১ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD