বগুড়ার সোনাতলায় নৌকার মনোনয়ন প্রত্যাশি শাহাজাদী আলম লিলি পৌর সদরে গনসংযোগ শেষে পোলা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে আমান উল্লাহ(১৯) নামের এক যবক গুরুতর আহত হয়েছে। সে সোনাতলা পৌর এলাকার শাহবাজপুর গ্রামের মো.মাসুম মিয়ার ছেলে। আমান উল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, বগুড়া-১ সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি শাহাজাদী আলম লিপি ২৬ সেপ্টেম্বর বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে সোনাতলা পৌর সদরে গনসংযোগ করেন। গনসংযোগ শেষে পৌর এলাকার গোড়াপীর রোডে জৈনক আলম আকন্দের বাসায় পোলা খাওয়া নিয়ে সারিয়াকান্দি থেকে আসা নেতাকর্মীদের সাথে সোনাতলার নেতাকর্মীদের মধ্যে কলহবিবাদের একপর্যায়ে শাহাজাদী আলম লিপির উপস্থিতিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত আমান উল্লাহ নামের ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে অন্যান্য নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সঙ্গে সঙ্গে লিপি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত আমানের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় লিপি বলেন, ছুরিকাঘাতে আহত আমান উল্লাহ তার কর্মী নয় বলে অস্বীকার করে। তবুও যেহেতু আমার গনসংযোগকালে ঘটনা ঘটেছে সেহেতু চিকিৎসার ব্যয়ভার আমিই বহন করবো। এ ছড়াও ওসি সৈকত হাসানকে বলা হয়েছে তদন্ত করে দোসীদের চিহ্নিত করে আইনের আওতায় নিতে।
এ ব্যাপারে সোনাতলা থানা ওসি সৈকত হাসান জানান, ছুরিকাঘাতের ব্যাপারে অবগত, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৮:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia