ছবি: সাজেদুর আবেদীন শান্ত, আলোকিত বগুড়া।
মহামারী করোনাভাইরাস ভয়াবহ রুপ ধারন করায় সরকার ১জুলাই (বৃহস্পতিবার) থেকে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন ঘোষনা করেছে। প্রথম দিনে বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ জনগুরুত্বপূর্ন স্থানে ব্যাপক তৎপরতা চালিয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন দুপুরে উপজেলার ভেলুরপাড়া, চরপাড়া ও সৈয়দ আহম্মদ কলেজ হাটে লকডাউন পর্যবেক্ষণ করেন। সন্ধার পর সোনাতলা পৌর সদর, বালুয়াহাট ও আড়িয়াঘাট এলাকা পর্যবেক্ষণ করেন।
এ সময় তার সাথে ছিলেন, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাবেক সভাপতি মোশারফ হোসেন মজনু, প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রনেতা ও সাবেক আহবায়ক প্রভাষক ইকবাল করিব লেমন, প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রিমন আহম্মেদ বিকাশ, সাংবাদিক লতিফুল ইসলাম, জাহিনুর ইসলাম, মিনহাজুল বারী, আমিরুল ইসলাম ও সাজেদুর আবেদীন শান্ত।
ছবি: সাজেদুর আবেদীন শান্ত, আলোকিত বগুড়া।
অপরদিকে সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে একদল পুলিশ সকাল থেকে রাত্রি পর্যন্ত কঠোর লকডাউন বাস্তবায়নে গোটা উপজেলায় ব্যাপক তৎপরতা চালিয়েছেন।
Posted ১০:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD