বগুড়ার সোনাতলায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করার দায়ে ভ্রাম্যমাণে আট ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে ৭হাজার ৮’শ ৫০টাকা জরিমানা করা হয়েছে। আজ ৬জুলাই মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় সারাদিন ব্যাপি লকডাউন পর্যবেক্ষন কালে সরকারী বিধি ভঙ্গের কারণে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাবেরী জালাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের জরিমানা করেন। জরিমানার টাকা পরিষোধ করলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। পর্যবেক্ষণকালে তার সাথে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাবেরী জালাল এর সাথে কথা হলে তিনি জানান, মহামারি করোনা মোকাবেলায় সরকার কতৃর্ক ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ও জনসাধারনের জীবন রক্ষায় এ জরিমানা করা হয়েছে। জরিমানা করার পর আমাকেও খারাপ লাগে। উপজেলার মানুষগুলোকে রক্ষা করতে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান কাবেরী জালাল।
Posted ৯:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD