মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সারা দেশে চলছে কঠোর লকডাউন। চলমান লকডাউন বাস্তবায়নে সরকারী বিধি-নিষেধ অমান্যকারীদের করা হচ্ছে ভ্রাম্যমানে জরিমানা।
এরই ধারাবাহিকতায় বগুড়ার সোনাতলায় লকডাউনের ১১তম দিনে আজ রবিবারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাবেরী জালাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিধি-নিষেধ ভঙ্গের কারণে পাঁচ জনের বিরুদ্ধে ভ্রাম্যমানে ২হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করেছেন।
অভিযান পরিচালনাকালে তার সাথে ছিলেন বিজিবি সদস্যরা। জরিমানা করার পাশাপাশি তারা যেন আর বিধি-নিষেধ অমান্য না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
Posted ১১:২৬ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD