ছবি: সাজেদুর আবেদীন শান্ত, আলোকিত বগুড়া।
বগুড়ার সোনাতলায় লকডাউনের’ দ্বিতীয় দিনে মাঠে চলছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দিনভর তৎপরতা ৩ জনের জরিমানা। আজ ০২জুলাই (শুক্রবার) সকাল ৬টা থেকে লকডাউন পালনে বাধ্য করাতে উপজেলার প্রধান প্রধান রাস্তায় টহল দিয়েছেন পুলিশ। জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহন ছাড়া তেমন কোন যানবাহন চলতে দেখা যাইনি।
সরেজমিনে দেখা গেছে, জনগণকে লকডাউন মানাতে পুলিশ প্রশাসনের তৎপর, জরুরি কাজে বা মাস্ক ছাড়া রাস্তায় বের হলেও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।
এ দিকে সন্ধ্যায় উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া আফরিন লোক সমাগম এড়াতে ও দোকান খোলা রাখলে জরিমানার আওত্তায় মাঠে কাজ করছে। সে সাথে তিনি বাজার এলাকা ঘুরে বিধি নিষেধ অমান্যকারী তিনজনকে জরিমানা করেন।
এর মধ্যে উপজেলা পরিষদের দক্ষিন গেটস্থ জাহাঙ্গীর আলমকে দোকান খোলা রাখায় এবং মুখে মাস্ক না থাকায় ১০০টাকা জরিমানা করেন এবং উপজেলার আড়িয়াঘাট বাজারে দুজন মোটর সাইকেল আরোহী উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম সোহেল রানা অপর একজন কবির। দুজনকেই মূখে মাস্ক না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০০টাকা করে দুজনকে দুইশত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।
Posted ১০:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD