বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে সোনাতলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ জুন শুক্রবার বিকেলে উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাব্লু, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফরহাদ হোসেন জুয়েল এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন জেলা যুবলীগের সহসভাপতি বাপ্পি কুমার চৌধুরী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাওসার হামিদ রুবেল,উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক মামুনুর রশিদ মিজু,সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ছাইফুল ইসলাম ও পৌর যুবলীগের সভাপতি জুবায়েদ হাসান পরাগ প্রমুখ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ,যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে একটি শান্তি মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
Posted ৯:০১ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD