বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকী বগুড়ার সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন,চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন,থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা কৃষি অফিসার মাসুদ আহমেদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, দিগদাইর ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বীরমুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা স্কাউটস দল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন,১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্য-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’ শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সব শহিদের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
Posted ৮:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD