বগুড়ার সোনাতলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে সাংবাদিক, মৎস্যচাষী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সাথে (২৪ জুলাই থেকে ৩০ জুলাই) পর্যন্ত মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ও মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপী মৎস্য অধিদপ্তর কর্তৃক গ্রহন করা বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন উপজেলা মৎস অফিসার হাফিজুর রহমান। তিনি বলেন, মৎস্য অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রাক্ষুসে মাছের ছবিসহ সাইনবোর্ড উপজেলার বিভিন্ন হাট-বাজারে টানানো হবে এবং বিভিন্ন প্রজাতীর মাছ রক্ষায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক, পরিসংখান অফিসার সাফিউল ইসলাম, হিসাবরক্ষন অফিসার রুহুল আমিন, যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী, মৎস্য অফিসের সুপারভাইজার রোকসানা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, মৎস্যচাষী রবিউল ইসলাম রিবন, আব্দুল মান্নান ও সুর্ধাশন চন্দ্র এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।
Posted ৭:২০ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD