রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলার পাকুল্লায় সৈয়দ মোমেনা মোন্তাজ কলেজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ এপ্রিল (শুক্রবার) বিকেলে পাকুল্লা সৈয়দ মোমেনা মোন্তাজ কলেজ মাঠে ইফতার পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজটির প্রতিষ্ঠাতা ওয়ান ফার্মা লিমিটেডের পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, মোস্তাফিজুর রহমান শ্যামলের সহধর্মিনী নাজমুন্নাহার আখি, সাজ্জাদ হোসেন, জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক সাদিয়া সাবরিন পিংকি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা। আরও বক্তব্য দেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও তেকানী চুকাইনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডল, পাকুল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো ও মাহফুজার রহমান।
এ সময় তেকানী চুকাইনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি খন্দকার মহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান খন্দকার, আব্দুস সামাদ মাষ্টার, আলহাজ্ব এনামুল হক মাষ্টারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেকানী চুকাইনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এম রাসেদ।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD