বগুড়ার সোনাতলায় মিথ্যা অভিযােগ ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সোনাতলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর গোসাইবাড়ি গ্রামের আব্দুর রশিদ ফকিরের ছেলে ব্যবসায়ী মো: মুনজুর রহমান মানিক।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘তিনি একজন সাধারণ ব্যবসায়ী, পাশাপাশি তিনি স্থানীয় আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন ধরে চরপাড়া বাজারে সার, তেল কীটনাশকের ব্যবসা করে আসছে তিনি। তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে গোসাইবাড়ি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শাহীন মিয়া ও শাহীন মিয়ার ছেলে সৌরভ তার বিরুদ্ধে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য পরিবেশন করে আসছে। এ ব্যাপারে তিনি ও তার পরিবারের লোকজন প্রতিবাদ জানালে তারা আরও ক্ষিপ্ত হয়। গত ২৭-০৮-২১ তারিখে গোসাইবাড়ি গ্রামে তার বাড়ির সামনে এসে গালাগালি করে ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। একই ঘটনার রেশ ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে তারা একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগকারী একজন দাদন ব্যবসায়ী। এর আগেও এই দাদন ব্যবসায়ী সাহিনের মিথ্যা অভিযোগে ভয়ে ইতোমধ্যেই এলাকার অনেকেই গ্রাম ছাড়া হয়েছে। মিথ্যা অভিযোগে হয়রানির ভয়ে মানিক অতিষ্ঠ অবস্থায় তিনি এহেন মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ঠ মহলের প্রতি বিষয়টি আরও গুরুত্ব সহকারে তদন্তের জন্য অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুনজুর রহমান মানিকের স্ত্রী শাজনাজ পারভীন, গোসাইবাড়ি গ্রামের আমিনুল ইসলাম ও সোহেল মিয়া।
Posted ৭:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD