সোনাতলায় মাদক ব্যবসায়ী ছবির বাড়ি থেকে উদ্ধারকৃত চোরাই গরু। ছবি- আলোকিত বগুড়া
বগুড়ার সোনাতলায় মাদক ব্যবসায়ী ছবি খাতুনের বাড়ি থেকে ৬টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত সাড়ে ৯ টায় সোনাতলা পৌরসভাধীন পুরাতন বন্দরের রেলস্টেশন রোড বাংলালিংক টাওয়ার- সংলগ্ন ছবির বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করেন। ছবি ওই এলাকার মাদক ব্যবসায়ী শহিদুল সর্দারের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে ছবি খাতুনের ছেলে সিয়াম (১৯) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পরদিন ৩১ জুলাই অভিযান চালিয়ে ছবি খাতুনের স্বামী শহিদুল সর্দারকে আটক সক্ষম হয় পুলিশ। এদের মধ্যে সিয়ামকে রোববার কোর্টে প্রেরণ করা হয়েছে।
এদিকে রোববার গরু চুরির ঘটনায় পৃথক একটি মামলা দায়ের করেছেন উপজেলার চকনন্দন গ্রামের টুকু চন্দ্র কবিরাজের ছেলে সুপদ চন্দ্র কবিরাজ।
এ ব্যাপারে সোনাতলা থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানিয়েছেন, গরু চুরির ঘটনায় আটককৃতদেরসহ অজ্ঞাতনামীয়দের নামে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সোনাতলা পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল বলেন, আমরা জানতাম ছবি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত এবং একাধিব বার সে মাদক মামলায় গ্রেফতারও হয়েছিল। তার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের ঘটনায় আমরা বিস্মিত। আমি এধরণের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি মাদক ও চুরি রোধে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহবান জানাই।
সোনাতলা পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু এ প্রসঙ্গে বলেন, সোনাতলা পৌর সদরে এরকম ঘটনা অনাকাক্সিক্ষত। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পৌর সদরে প্রশাসনের নাকের ডগায় চোরাই গরু উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Posted ৮:০৩ অপরাহ্ণ | রবিবার, ৩১ জুলাই ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD