বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে মসজিদের ভিত্তি স্থাপন করেছেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ উপলক্ষে ৬ আগস্ট শুক্রবার সকালে উপজেলার বালুয়া ইউনিয়নের ধর্মকুল (পূর্বপাড়া) গ্রামে বায়তুন নুর জামে মসজিদের ফলক উন্মোচন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি সাহাদারা মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন, বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, মধুপুর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, ইউপি সদস্য রেজাউল করিম রেজা, সোহেল রানা, ধর্মকুল গ্রামের বাসিন্দা আশাদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অত্র এলাকার মুসল্লিরা।
এরপর প্রধান অতিথি পাকুল্লা ইউনিয়নের সাহাবাজপুর জামে মসজিদের ফলক উন্মোচন, একই ইউনিয়নের পূর্ব-সুজাইতপুর গ্রামে জামে মসজিদের উন্নয়নকল্পে আলোচনা সভা, চর-মধুপুর পশ্চিমপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের ভিত্তি স্থাপন ও শেষে চরচকনন্দন গ্রামের রাস্তা পাকাকরণের কাজ পরিদর্শন করেন।
Posted ৯:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD