আজ ১৪ ফ্রেব্রুয়ারী সোমবার সকালে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় মাস্টারপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে কেহ না থাকায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন সুত্রপাত হয়। সেই আগুন রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারে লাগলে পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করে। অগ্নিকান্ডে মুক্তি রানীর বাড়ির সব ঘর পুরে ছাই হয়ে যায়। ফলে অস্বচ্ছল এ পরিবারটি পথে বসেছে।
এ ছাড়াও পার্শ্ববর্তী বাড়ির আরও দু’টি ঘর আংশিক পুড়ে গেছে। আগুন লাগার সাথে সাথে এলাকাবাসী আগুন নেভাতে নানা তৎপরতা অব্যাহত রাখে। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকান্ডে ৩ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
এ ব্যাপারে সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, ‘আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। সংবাদ পেয়ে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সান্তনা দেন। তিনি এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা করার ঘোষণা দেন।
Posted ৭:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD