সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   সোমবার, ২২ মে ২০২৩
98 বার পঠিত
সোনাতলায় ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন

‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’—এ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার সোনাতলায় ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন করা হয়েছে।

আজ ২২ মে সোমবার উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভিন, উপজেলা সহসভাপতি শাহিদুল বারী খাঁন রব্বানী ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল প্রমুখ।


সাঈদা পারভীন তার বক্তব্যে বলেন, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফায়েড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’ সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে ভূমিসেবা সপ্তাহে।

উপজেলা উপ-সহকারী ভূমি অফিসার সুলতান মাহমুদ এর সঞ্চলিত অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের নাজির গোলাম মোস্তফা, সার্ভেয়ার আব্দুল হালিম সহ অন‍্যান‍্য ভূমি অফিসার ও কর্মচারী এবং সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন। উপজেলা ভূমি অফিসে শুরু হওয়া এ ভূমিসেবা সপ্তাহ চলবে আগামী ২৮ মে রোববার পর্যন্ত।


Facebook Comments Box


Posted ৬:১৪ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!