বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে আপন ভাতিজাদের মারপিটে নাছিমা বেগম(৬০) আহত হওয়ার অভিযোগ উঠেছে। নাছিমা বেগম ওই গ্রামের বাকপ্রতিবন্ধি নুনু মন্ডলের স্ত্রী। নাছিমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
এ ব্যাপারে আহত নাছিমা বেগম জানান, বাড়ীর সিমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ তার মৃত ভাসুর(স্বামীর বড়ভাই) নজরুল ইসলাম মন্ডলের ছেলেদের সাথে কলহবিবাদ চলে আসছিল। গত কয়েকদিন আগে আবারও ভাতিজারা বাড়ির পশ্চিম পাশে বাঁশের বেড়া দিয়ে জমি দখল করে সেখানে কলা গাছ লাগায়। এতে চাচী নাছিমা বেগম বাধা দেয়।
এরই জেরে ২৪ অক্টোবর রবিবার সন্ধায় ভাতিজাদের মারপিটে নাছিমা বেগম আহত হয়। তার ছেলে ও মেয়ে ঢাকায় চাকুরী করে। তারা বাড়িতে এলে এবিষয়ে থানায় অভিযোগ করবে বলেও জানান আহত নাছিমা বেগম।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD