রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলার গাড়ামাড়া গ্রামে ৮৫ বছরের বৃদ্ধা জাহেরা বেওয়াকে গলাকেটে হত্যার ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। মৃত জাহেরা বেওয়ার তৃতীয় ছেলে কালাম শেখ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মামলা করেন।
এ মামলায় পুলিশ সন্দেহভাজন হিসেবে মৃতের ছেলে বউ সাবেক মহিলা ইউপি সদস্য সকিনা বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
উল্লেখ্য যে, গত ২৫ আগস্ট(শুক্রবার) দিবাগত ভোররাতে বয়সের ভারে বিছানায় পড়ে থাকা ৮৫ বছরের বৃদ্ধাকে হাত-পা বেধে শয়নঘরে কে বা কাহারা গলাকেটে হত্যা করে। ওই শয়নঘরে থাকা ছেলে বউ সকিনা ও ১০ বছরের নাতিন জান্নাতী আকতারও ছিলেন। হত্যাকারীরা সকিনা বেগমেরও হাত পা মুখ বেধে শ্বাশুরীকে হত্যা করে। পুলিশ ২৬ আগস্ট সকালে লাশ উদ্ধার করে থানায় আনেন। ২৭ আগস্ট সকালে লাশের ময়নাতদন্তে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন। ময়নাতদন্তান্তে একই দিন বিকেলে গাড়ামাড়া পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়।
সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, মৃতের ছেলে বউ সকিনা বেগমকে সন্দেহ হওয়ায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD