সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ব‍্যবসায়ী সুজা’র মৃত‍্যু নিয়ে ধ্রমজাল

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
270 বার পঠিত
সোনাতলায় ব‍্যবসায়ী সুজা’র মৃত‍্যু নিয়ে ধ্রমজাল

বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিন আটকড়িয়া গ্রামের মৃত নান্নু বেপারীর ছেলে রড সিমেন্ট ঢেউটিন ব‍্যবসায়ী সুজাউল হক সুজার মৃত‍্যু নিয়ে ধ্রমজালের সৃষ্টি হয়েছে। কেউ বলছে বাড়ির সিমানা নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের জেরে মারপিটে মৃত‍্যু হয়েছে। আবার কেউ কেউ বলছে হার্ড ষ্ট্রোক করে মৃত‍্যু হয়েছে।

তবে মৃত‍্যুর আসল রহস‍্য উন্মোচনে স্থানীয় থানা পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে।


জানা যায়, উপজেলার দক্ষিণআটকড়িয়া গ্রামের মৃত নান্নু বেপারী তিন ছেলে বাবলু,সুজা ও মালেক বেপারীর মধ‍্যে বাড়ির সিমানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ২৪ এপ্রিল (সোমবার) সিমানা প্রাচীর উঠানো নিয়ে আবারো তাদের মধ‍্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে সুজা আহত হলে প্রথমে তাকে উপজেলা স্থাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসক রোগির অবস্থা আশঙ্খাজনক দেখে তাকে বগুড়া সজিমেক হাসপাতালে রেফার্ড করে। বগুড়া যাওয়ার সময় পথিমধ‍্যে তার মৃত‍্যু হয়।

এ বিষয়ে এলাকাবাসীরা জানান, সুজার আপনজনরা সামান‍্য কারণে তার গায়ে তোলার কারণে হার্ট ষ্ট্রোক করে মারা যেতে পারে।


কিন্তু মৃত সুজার স্ত্রী রোকসানা বেগম জানান, বাড়ির সিমানা নিয়ে দ্বন্দ্বে ভাসুর দেবর ও তাদের পরিবারের লোকজন তার স্বামীকে মারপিটে আহত করার কারণেই মৃত‍্যু হয়েছে। এ ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবী করেছে।

এ ব‍্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান আলোকিত বগুড়া’কে জানান, সংবাদ পেয়ে সুজাউল হক সুজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তে পাঠানো হবে। এ রিপোর্ট লেখা অবদি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 

Facebook Comments Box

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!