প্রতীকী ছবি। আলোকিত বগুড়া
বগুড়ার সোনাতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে রশিদের তিন ছেলের স্বপ্ন পুরে ছাই প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। ঘটনাটি ১৫মার্চ মঙ্গলবার দিবাগত সন্ধ্যা ৬টায় সময় উপজেলার দিগদাইড় ইউনিয়নের চারালকান্দি গ্রামে ঘটেছে। ক্ষতিগ্রস্থরা হলেন, আব্দুর রশিদের ছেলে তাজু ইসলাম, সাজু ইসলাম ও হানিফ।
ক্ষতিগ্রস্থ সাজুর ফুফু দুলালী বেগম জানান, বাড়িতে কেহ ছিলনা শুধু আমি সন্ধ্যায় রান্না করার সময় হঠাৎ ঘরের চালে বিদ্যুৎ চমকানোর মত দেখতে পেলাম তার পর পুরা ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি আগুন আগুন বলে চিৎকার করলে আসে পাশের লোকজন এগিয়ে আসে। তবে কারেন্টের আগুন দেখে সবাই নিভাতে সাহস পায়না তবে ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে অনেকে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভায় এতক্ষনে তৃতীয় ঘরের টিনের চাল বাদে সব পুরে ছাই হয়েছে।
তিনি আরও জানান, তাদের ঘরের চালের উপর দিয়ে সেচ পাম্পের তার গেছে সেটা থেকেই আগুন লেগেছে। এবিষয়ে সেচ পাম্প মালিক আব্দুল কুদ্দুসের সাথে কথা হলে তিনি বলেন, আমার তার থেকে কোন আগুন লাগেনি তবে তাদের মিটাররের সংযোগ বিচ্ছিন্ন কিন্তু ঘরে বাতি জ্বলে এটা বিদ্যুৎ অফিসের লোকজনও দেখেছে।
এ বিষয়ে চরপাড়া পল্লি বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মাসুদ করিম এর সাথে কথা বললে তিনি জানান, তাদের লোক আগুন নেভানোর পর ঘটনাস্থলে পৌছায় কোথায় থেকে আগুন লেগেছে তা বোঝা যায়নি।
এ বিষয়ে সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত ঘটেছে। এঘটনায় তিনটি ভাই পথে বসে কান্নায় ভেঙ্গে পড়েছে কিভাবে সংসার নতুন করে সাজাবে। এযে মরার উপর খরার ঘা এমনিতে সংসার চলে না। এলাকাবাসী আবেগে কান্না সুরে বলছে এমনি পরিবার অসচ্ছল তার উপর আবার সব পুরে ছাই উঠে দাড়ানোর মতে কিছু থাকলো না।
Posted ৯:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD