বগুড়ার সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে ২০২১-২২ইং শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের জন্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রয়ারী রবিবাব সকালে কলেজ চত্তরে ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপাধ্যক্ষ মো.রফিকুল আলম বকুল এর সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রিয় আ’লীগের সভাপতি ড. মো.সিদ্দিকুর রহমান।
আরও বক্তব্য দেন কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মো.মিনহাদুজ্জামান লীটন,কলেজের উপাধ্যক্ষ মো.রবিউল আউয়াল বিপ্লব,থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.জুলফিকার রহমান শান্ত,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আহসান হাবীব,পৌর আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমায়া ইয়াছমিন ও নবীন ছাত্রীদের মধ্যে বক্তব্য দেন পূর্ব সাহা ববি।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন সহকারী অধ্যাপক শফিকুল আলম বাদশা, প্রভাষক রেজাউল করিম রেজা, নুর আলম লিখন, হাসিনা আক্তার ও অসিম রুমানা লিপি।
কলেজের ছাত্রী শারমিন আকতার সঞ্চালিত অনুষ্ঠানে ড.সিদ্দিকুর রহমানের সহধর্মিনী সাহানা রহমান, এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD