বগুড়ার সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। ২৬ আগস্ট (শনিবার) বিকেলে উপজেলা কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু চত্তরে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এ সময় সাহাদারা মান্নান বলেন, বৃক্ষরোপন একটি জাতীয় ধারাবাহিক কর্মসূচি কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপনের কোনো বিকল্প নাই। বৃক্ষরোপন পরিবেশে অক্সিজেনের ভান্ডার তৈরী করে। এ সময় তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে বৃক্ষরোপন করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, উপজেলা আ’লীগেল সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, সাধারণ সম্পাদক প্রভাষক দিদারুল ইসলাম দিদার,যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু,যুগ্ম আহবায়ক মাহফুজার রহমান শিপলু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ ও কৃষকলীগের নেতাকর্মী।
এর আগে প্রধান অতিথি বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা কৃষকলীগ ও সেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্রীয় আ’লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামানের সভাপতিত্বে জেলা কৃষকলীগ, উপজেলা কৃষকলীগ ও উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন। মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ।
Posted ৮:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD