বিশ্বে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং ও চার্লস বেস্ট একত্রে ডায়াবেটিস রোগের ইনসুলিন আবিস্কার করে ছিলেন। বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্মগ্রহন করে ছিলেন ১৪ নভেম্বর। তাই বিশ্ব ব্যাপি ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালের ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকেই বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়ে আসছে। এ বছরও দিবসটি উপলক্ষে বগুড়ার সোনাতলায় বিএম ডায়াবেটিস সেন্টার এন্ড ল্যাব এর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাতলার ঘোড়াপির বিএম ডায়াবেটিস সেন্টার এন্ড ল্যাব হতে সকাল সাড়ে ১১টায় একটি র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এহিয়া কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা.সাথিল, বিএম ডায়াবেটিস সেন্টার এন্ড ল্যাব এর ডা.আশরাফুল হক, ওই প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মতিন, বেলাল হোসেন, সাবেক পৌর প্যালেন মেয়র তাহেরুল ইসলাম তাহের, বালুয়াহাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন, সরকারী নাজির আকতার কলেজের সাবেক প্রদর্শক ছারওয়ার জাহান, দেশ ডায়াগনোষ্টিক এন্ড ক্লিনিকের পরিচালক সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ আহম্মেদ, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সহ অনেকে। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই ল্যাবে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Posted ৯:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৪ নভেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD