বগুড়ার সোনাতলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পাকুল্লা ইউপির পদ্মপাড়া স্কুল মাঠে ওই সমাবেশের আয়োজন করে সোনাতলা থানা পুলিশ। সমাবেশে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, পাকুল্লা ইউপির চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, সোনাতলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহীদুল বারী খান রাব্বানী, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, তাজুল ইসলাম এবং বিট ইনচার্জ মোঃ আলমগীর হোসেন । সমাবেশে অন্যান্যদের মধ্যে স্থানীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১১:১০ অপরাহ্ণ | রবিবার, ১০ জানুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD