বগুড়ার সোনাতলায় বিএম ডায়বেটিস সেন্টার এন্ড ল্যাব এর উদ্যোগে বিশ্ব ডায়বেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৪ নভেম্বর সকালে একটি র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই ডায়বেটিস সেন্টারে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিএম ডায়বেটিস সেন্টারের পরিচালক বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী খন্দকার, সাবেক সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, নব নির্বাচিত মহিলা কাউন্সিলর কুলসুম বেগম, সাবেক পৌর বিএনপি নেতা রাজ্জাকুল ইসলাম রাজ্জাক আব্দুল মালেক মাস্টার ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মতিন। এ সময় প্রতিষ্ঠানের অফিস স্টাফ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৮:২৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD