বগুড়ার সোনাতলায় জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এ উপলক্ষে আজ ১লা সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে ঘোড়াপিড়ে মিলাদ মাহফিল, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বগুড়া-১ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সর্বশেষ ধানের শীষের প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির প্রধান অতিথি থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন ও কেক কর্তন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,আহসান হাবীব রতন, পৌর সাংগাঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক সেলিম রেজা বাবলা,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জল হোসেন খোকন, পাভেল আহম্মেদ,উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ,সাধারন সম্পাদক জরিফুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD