বগুড়ার সোনাতলায় এ.ডি.বি’র অর্থায়নে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও হতদরিদ্রদের টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ৫ মাচ উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে বিকালে বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫জনকে বাই সাইকেল ও ১৮জনকে টিউবওয়েল বিনামূল্যে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন, সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, পাকুল্লা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মানিক সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা শওকত হোসাইন নয়ন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, ছাত্র-ছাত্রী ও আ’লীগ দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
Posted ৯:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৫ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD