বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামে বসতবাড়ির সিমানা নিয়ে প্রতিবেশি দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। আহতরা হলো-সোনাকানিয়া গ্রামের মৃত আবুল প্রামানিকের ছেলে এমদাদুল হক(৫৮), তার স্ত্রী নাজমা বেগম(৫২) ও ছেলে সবুজ মিয়া(২২)। আহতদের মধ্যে নাজমা বেগম গুরুতর আহত হয়ে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। বাকী দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মারপিটের ঘটনাটি ঘটেছে ২১ আগস্ট শনিবার অনুমান বিকাল ৪টায়।
এ ব্যাপারে এমদাদুল হকের ছেলে সবুজ মিয়া বাদী হয়ে প্রতিবেশি আব্দুস ছালাম,তার স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে শফিকুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, সোনাকানিয়া গ্রামে ২১ আগস্ট শনিবার বিকালে দুই পরিবারের বাড়ির সিমানায় আব্দুস ছালাম এর লোকজন জোড়পূর্বক খুটি পুততে থাকে। এ সময় নাজমা বেগম খুটি পুততে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। নাজমা বেগম করতে নিশেধ করলে ছালাম পরিবারের লোকজন তাকে মারপিট করতে থাকে। এ সময় নাজমা বেগমের চিৎকারে তার স্বামী এমদাদুল হক ও ছেলে সবুজ মিয়া এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে। মারপিটে এমদাদুল হক, নাজমা বেগম ও সবুজ মিয়া আহত হয়।
এ ব্যাপারে সোনাতলা থানা ডিউটি অফিসার এসআই আনিছ থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
Posted ৮:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD