প্রতীকী ছবি।
বগুড়ার সোনাতলায় জমিতে আমনধান রোপন করতে গিয়ে বজ্রবাতে জাকিরুল ইসলাম প্রামানিক(৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং তার আপন দুইভাই আরজু ও জাহিদুল ইসলাম আহত হয়েছে। তারা উপজেলার জোড়গাছা ইউনিয়নের পূর্ব করমজা(দক্ষিণপাড়া) গ্রামের মৃত খটটু প্রামানিকের ছেলে। আহতরা বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
জানা যায়, ২৮ জুলাই বুধবার পূর্ব করমজা গ্রামে মৃত খটটু প্রামানিকের ছেলে রাজু মিয়ার বর্গাকৃত জমিতে তারই আপন তিন ভাইসহ ৫ জন আমন ধানের চারা রোপন করতে যায়। বিকাল সাড়ে ৪টায় ওই জমিতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জাকিরুলের মৃত্যু হয়। এ করুন মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD