বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রিড়া সংস্থার সহযোগীতায় ১৯মে বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও ক্রিড়া সংস্থার সভাপতি সাদিয়া আফরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পপি খাতুন, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, তদন্ত ইন্সপেক্টর কামাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল
জলিল মোল্লা, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও পৌর কাউন্সিলর মশিউর রহমান রানা, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল
বারি টিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অসীম কুমার জৈন নতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ,
পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক খান রবিউল, তরিকুল ইসলাম, ইজাজ নাবী রেজাউল প্রমূখ।
উদ্বোধনী খেলায় ৪টি ইউনিয়নের খেলোয়ারা অংশগ্রহনে করেন। প্রথমে সোনাতলা পৌরসভা বনাম সদর ইউনিয়ন মধ্যে অনুষ্ঠিত খেলায় পৌরসভা ২-০ গোলে সদর ইউনিয়নেকে পরাজিত করে। দ্বিতীয় পর্যায়ের খেলা পাকুল্লা ইউনিয়ন দল দিগদাইড় ইউনিয়ন দলে ১-০ গোলে পরাজিত করে।
এর আগে প্রধান অতিথি সাহাদারা মান্নান বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন ধর্মীয়ও সামাজিক প্রতিষ্ঠানে টি আর এর চেক বিতরণ করে। শেষে প্রধান অতিথি উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের বংশবাড়ী রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD