বগুড়ার সোনাতলা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২০ জুন সোমবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের খেলা উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিক্রমে উদ্বোধন করেন, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা।
এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সহকারি শিক্ষা অফিসার এনায়েতুল রশিদ, রেজাউল করিম, আবু সাঈদ মোহাম্মদ শফিউল রহমান, সবুজ সাথী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে রাব্বি, রানীরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমীন, শিহিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা।
উপজেলা পর্যায়ের খেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৮টি এবং বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টে ৮টি সহ মোট ১৬টি বিদ্যালয়ের খেলোয়াড় দল অংশগ্রহন করে। প্রথম দিনের প্রথম খেলায় করমজা প্রাথমিক বিদ্যালয় দল ও তেকানী প্রাথমিক বিদ্যালয় দল অংশগ্রহন করে।
Posted ৭:১৪ অপরাহ্ণ | সোমবার, ২০ জুন ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD