বগুড়ার সোনাতলা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুন বুধবার বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টে মহিচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় বালুয়াহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এরপর বঙ্গবন্ধু টুর্ণামেন্টে বিশ্বনাথপুর সরাকারী প্রাথমিক বিদ্যালয় কর্পূর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়াীদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ছারোয়ার, ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম তাহের, সহকারি শিক্ষা অফিসার রেজাউল করিম, আবু সাঈদ মোহাম্মদ শফিউর ইসলাম, এনায়েতুর রশিদ, বালুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার, বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক ইসমাত জেরিন সবিতা, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোন্তেজার রহমান, সহকারি শিক্ষক সমিতির সভাপতি গোলাম রব্বানী, শেখ বাদশা সহ অন্যান্য শিক্ষরা উপস্থিত ছিলেন।
Posted ৯:০৪ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD